অভয়নগরে গ্রাম আদালতে মিলছে বিচার: ১১ মাসে ১৯৬ মামলা, নিষ্পত্তি ১৬৭

অভয়নগর (যশোর) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১২:২২ পিএম
অভয়নগরে গ্রাম আদালতে মিলছে বিচার: ১১ মাসে ১৯৬ মামলা, নিষ্পত্তি ১৬৭

যশোরের অভয়নগর উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থার কার্যক্রম জোরদার হওয়ায় মানুষ ঘরে বসেই বিচার পাচ্ছেন। গত ১১ মাসে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৯৬টি মামলা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ১৬৭টি মামলার নিষ্পত্তি হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রমে ১৬ লাখ ৮৮ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে এবং ৩০ শতক জমি উদ্ধার হয়েছে।

তিনি ইউনিয়নভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে বলেন— 
প্রেমবাগ ইউনিয়ন: ২৯ মামলা, নিষ্পত্তি ২৩টি

সুন্দলী ইউনিয়ন: ১৫ মামলা, নিষ্পত্তি ১৩টি

চলিশিয়া ইউনিয়ন: ২৯ মামলা, নিষ্পত্তি ২৯টি

পায়রা ইউনিয়ন: ১৯ মামলা, নিষ্পত্তি ১৬টি

শ্রীধরপুর ইউনিয়ন: ২০ মামলা, নিষ্পত্তি ১৭টি

বাঘুটিয়া ইউনিয়ন: ৪৪ মামলা, নিষ্পত্তি ৩৩টি

শুভরাড়া ইউনিয়ন: ৩৩ মামলা, নিষ্পত্তি ২৯টি

সিদ্ধিপাশা ইউনিয়ন: ৭ মামলা, নিষ্পত্তি ৭টি

বাকি মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে।

স্থানীয় মানবাধিকারকর্মী মো. কামরুজ্জামান বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ায় ছোটখাটো বিরোধগুলো দ্রুত এবং সহজে নিষ্পত্তি হচ্ছে, যা মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াচ্ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘থানায় মামলা করার আগে অনেক ক্ষেত্রেই বাদীকে পরামর্শ দেওয়া হয় যেন তারা গ্রাম আদালতে অভিযোগ করেন। এতে আদালতের চাপও কমে এবং স্থানীয়ভাবে সমাধান মেলে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী বলেন, ‘গ্রাম আদালতকে আরও কার্যকর করতে প্রতিটি ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব ইউনিয়নে এখনও আদালতের এজলাস নেই, সেখানে দ্রুত এজলাস তৈরি করা হবে।’

এই উদ্যোগের ফলে স্থানীয় বিচার ব্যবস্থা আরও জনবান্ধব ও গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিআরইউ