সাঘাটায় এসএসসি পরীক্ষায় নকল, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৪:০৯ পিএম
সাঘাটায় এসএসসি পরীক্ষায় নকল, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধার সাঘাটা উপজেলার পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের কাছ থেকে ঘটনাস্থলেই ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, পরীক্ষা কেন্দ্রের সচিব।

এদিকে, পরীক্ষার্থীদের বহিষ্কারের পরপরই দায়িত্বপ্রাপ্ত এক হল পরিদর্শককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘নকলমুক্ত পরিবেশে সাঘাটার প্রতিটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে যারা নকলের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বিআরইউ