সন্দ্বীপে মৎস্য আহরণ থেকে বিরত থাকা নিয়ে টাস্কফোর্স কমিটির সভা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৪:৫৮ পিএম
সন্দ্বীপে মৎস্য আহরণ থেকে বিরত থাকা নিয়ে টাস্কফোর্স কমিটির সভা

‘মাছ ধরার নৌযান ঘাটে রাখি, মাছের উৎপাদন বৃদ্ধি করি’—এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মা ইলিশ সংরক্ষণের জন্য গনসচেতনামূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এতে সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্য নিয়ে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় জনগণকে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার জন্য সচেতন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায়, ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সভাপতি রিগ্যান চাকমা। সভাটি সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতিকুল্লাহ।

এতে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার মো: মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ডের সন্দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার এ এস এম এহসান হাবিব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক এবং জেলে প্রতিনিধিরা।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে, জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টারিং, ব্যানার স্থাপন, বরফকল বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিআরইউ