ইসরাইলি বাহিনীর হাতে ফিলিস্তিনের গাজা ও রাফায় নিরস্ত্র মুসলিম নারী ও শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা, গাজা ও রাফায় নিরস্ত্র মানুষের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তাদের মধ্যে ছিলেন— ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু, শামীমুর রহমান খান শামীম, মাহফুজুর রহমান মামুন, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে বর্বরতা বন্ধ করে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিআরইউ