ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে মাত্র ৮৪০ টাকা বকেয়া চাওয়ায় মোহাম্মদ আলী (৫৮) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের বকেয়া টাকা চাইতে গেলে আসাদুল ইসলাম (১৯), তার বাবা আশকর আলী (৬২) ও মা মিলে মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আসাদুল, তার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের ছেলে মশিয়ার রহমান অভিযোগ করে বলেন, ‘দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে আমার বাবাকে হত্যা করা হয়েছে। এখন হত্যাকারীরা মামলা না করার জন্য হুমকি দিচ্ছে। আমরা এ হত্যার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিআরইউ