মাগুরায় সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধকরণ ক্লাস অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৫৬ পিএম
মাগুরায় সেনাবাহিনীতে যোগদানে উদ্বুদ্ধকরণ ক্লাস অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানে আগ্রহীদের উৎসাহিত করতে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রেষণামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মাগুরা আর্মি ক্যাম্পের উদ্যোগে কলেজের শ্রেণিকক্ষে এ ক্লাসের আয়োজন করা হয়।

ক্লাস পরিচালনা করেন মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস, দায়িত্ববোধ, প্রশিক্ষণ, কর্মপরিধি ও ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি সেনাবাহিনীতে চাকরির সুযোগ-সুবিধা ও সম্মানের বিষয়গুলো তুলে ধরেন।

ক্লাসে সেনাবাহিনীর একটি চৌকস দল অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেনাবাহিনীর “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র মোরা দেশের তরে”—এই মূলমন্ত্রের তাৎপর্য তুলে ধরেও আলোচনা হয়।

প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই প্রেষণামূলক ক্লাসে অংশগ্রহণ করে। বক্তারা জানান, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ। শিক্ষার্থীরাও এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিআরইউ