শ্রীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:২৩ পিএম
শ্রীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে বুধবার সকাল ১০টায় উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫। শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

উপস্থিত ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ, সহকারী ভূমি কমিশনার গুঞ্জন বিশ্বাস, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি মো. সাইফুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম, দিপ্তি রানী কর, মো. শরিফুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উপজেলার ৮ ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীরা ৫৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

এদিন, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

বিআরইউ