জাফলংয়ে রাতের আঁধারে পাথর উত্তোলন: হুমকিতে মন্দির-বসতি

সিলেট ব্যুরো: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:৫২ পিএম
জাফলংয়ে রাতের আঁধারে পাথর উত্তোলন: হুমকিতে মন্দির-বসতি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বালিঘাট মন্দির সংলগ্ন জুমপাড় এলাকায় রাতের অন্ধকারে ফেলুডা মেশিন দিয়ে চলছে অবৈধভাবে পাথর উত্তোলন। এতে শ্রী শ্রী বালিবাড়ি মন্দির, শতাধিক একর ফসলি জমি, পান-সুপারির বাগান, চা-বাগান, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে মারাত্মক ঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের প্রভাবশালী একটি চক্র প্রশাসনের নিরবতায় এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিয়মিত টাস্কফোর্স অভিযান হলেও আগেই খবর চলে যায় পাথর চক্রের কাছে, ফলে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র জানায়, জাফলং ইসিএ (পরিবেশগতভাবে সংকটাপন্ন) এলাকা হওয়া সত্ত্বেও পরিবেশ বিধি না মেনে দানবাকৃতির ফেলুডা মেশিন দিয়ে চলছে পাহাড় ও মাটি কেটে পাথর উত্তোলন। এতে মন্দির এলাকা ও আশপাশের গ্রামীণ অবকাঠামো ভাঙনের হুমকিতে পড়েছে।

একাধিক মামলার পরও আসামিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ রয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ জানান, ‘অবৈধ উত্তোলন রোধে পুলিশি টহল চলছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নিয়মিত অভিযান ও মামলার মাধ্যমে এ চক্র দমনে কাজ চলছে।’ 

জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ বলেন, ‘পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দাবি জানিয়েছেন।

বিআরইউ