সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে আমরাজুড়ী ফেরিঘাট বাজার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০১:০৫ পিএম
সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে আমরাজুড়ী ফেরিঘাট বাজার

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের ফেরিঘাট বাজার ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে। সন্ধ্যা নদীর তীব্র স্রোতে ইতোমধ্যে বাজারের অন্তত ২০টি দোকান, একটি জামে মসজিদ ও গুরুত্বপূর্ণ সড়কের অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, তিন নদীর মোহনায় অবস্থিত ফেরিঘাট বাজার এলাকায় নতুন করে ত্রিমুখী ভাঙন শুরু হয়েছে। ফেরিঘাটটি স্বরূপকাঠী-কাউখালী সড়কের সংযোগস্থলে হওয়ায় এটি স্থানীয় ও আন্তঃজেলা যানবাহনের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ভাঙনের ফলে এখনই বাজার, মসজিদ ও পার্শ্ববর্তী ঘরবাড়ি হুমকির মুখে।

ব্যবসায়ী ইকবাল তালুকদার ও মসজিদের খতিব মাওলানা গাজী আনোয়ার হোসেন জানান, নদীগর্ভে মসজিদ বিলীন হয়ে যাওয়ায় এলাকাবাসীকে দূরবর্তী স্থানে গিয়ে নামাজ আদায় করতে হচ্ছে। স্থানীয়রা বারবার পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানালেও এখনও স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ দেখা যায়নি।

ভাঙন ঠেকাতে কয়েক দফায় জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হয়নি। এলাকাবাসী নিজেরা চাঁদা তুলে চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে পারেননি।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে, বরাদ্দ পেলেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়দের দাবি, দ্রুত টেকসই ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে পুরো ফেরিঘাট বাজার এলাকা এবং কাউখালী-শেখেরহাট সড়ক নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিআরইউ