বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি আটক

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০১:৩০ পিএম
বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি আটক

টাঙ্গাইলের বাসাইলে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাজী সুমনকে (৪২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়েরই কর্মরত দপ্তরি।

জানা গেছে, স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে আসা দুই শিক্ষার্থীর মধ্যে একজনকে চশমা আনার কথা বলে বাইরে পাঠিয়ে অপরজনকে শ্লীলতাহানি করেন সুমন। ফিরে এসে অপর শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে সে মেয়েটিকে ছেড়ে দেয়। শিশুটি বাড়ি ফিরে শরীরে আঘাতের চিহ্ন দেখালে তার মা জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা জানতে পারেন।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে জানায়, এর আগেও দপ্তরি সুমন এ ধরনের অপকর্ম করেছে, তবে শিশুটি ভয়ে তা গোপন রেখেছিল। ঘটনার পর বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা পুলিশকে অবহিত করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পরই ঘটনাস্থলে গিয়ে দপ্তরি সুমনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

বিআরইউ