কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি রিজিয়ন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৩:৩৮ পিএম
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি রিজিয়ন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়নের আলুটিলা পুনর্বাসন ও চৌদ্দখর পাড়া এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি রিজিয়ন। পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত আলুটিলা পুনর্বাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের জন্যও সহায়তা দেওয়া হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩০ হাজার টাকা এবং বিদ্যালয় সংস্কারের জন্য ঢেউটিনসহ ২০ হাজার টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জিএসও-২ মেজর মো. মোস্তফা আরেফিন, ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী পরিবার ও সাংবাদিকবৃন্দ।

বিআরইউ