নরসিংদীতে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৭:৫৪ পিএম
নরসিংদীতে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া পরিবারের মাঝে চেক বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা পরিষদ।

বুধবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০টি শহীদ পরিবারের মধ্যে মোট ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আবদুল ওহাব রাশেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের সামছুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার মেহেদি হাসান পাটোয়ারী, সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন ভুঁইয়া, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শিহাব সারার অভী এবং জেলা পরিষদের হিসাবরক্ষক কর্মকর্তা মো. রোমান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ