কক্সবাজারে পুলিশ কনস্টেবলসহ তিন মাদক কারবারি আটক

আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৭:৫৮ পিএম
কক্সবাজারে পুলিশ কনস্টেবলসহ তিন মাদক কারবারি আটক

কক্সবাজারের রামু থানা এলাকা থেকে এক পুলিশ কনস্টেবলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— রামু থানার ওয়ারলেস অপারেটর (কনস্টেবল) জাহিদুল ইসলাম (৩৩), অভিজিৎ চৌধুরী (৩৫) এবং পূষন চৌধুরী (৩৭)।

মঙ্গলবার দিবাগত রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের একটি দল।

ডিএনসির কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, কনস্টেবল জাহিদুল ইসলাম মন্ডলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসেই ইয়াবা কারবার পরিচালনা করতেন। তার বাসায় প্রায়ই বহিরাগতদের আনাগোনা দেখা যেত। তদন্তে জানা গেছে, মাদক সেবন ও বিক্রির কর্মকাণ্ড চললেও স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।

ইএইচ