আজমিরীগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৯:৩৭ পিএম
আজমিরীগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

আজমিরীগঞ্জ  উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ( ১৬ই এপ্রিল) আজমিরীগঞ্জ উপজেলার ৫ নং শিবপাশা  ইউনিয়নের হালকাটা হাওরে  এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল হাছান ।

মারা যাওয়া দুই শ্রমিকের নাম, মনিরুল ইসলাম (২২), কপিল উদ্দিন (৪৫),নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মহনবাগ ও পাহাড়পুর গ্রামের। 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ই এপ্রিল,বুধবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আরিফ মিয়ার পাকা ধানের জমি সকালে শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায় একদল শ্রমিক। দুপুর আড়াইটায় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন বজ্রাঘাত হন, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

আরএস