স্ত্রীর হাতে শিলের আঘাতে কৃষকদল নেতা নিহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০১:১৪ পিএম
স্ত্রীর হাতে শিলের আঘাতে কৃষকদল নেতা নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সাবিনা বেগমের হাতে শিলের আঘাতে নিহত হয়েছেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান মুন্সি (৫৫)। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ঘটনার পরপরই নিহতের স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী স্বীকার করেছেন, তিনিই পাথরের শিল (পুঁতো) দিয়ে স্বামীর মাথায় আঘাত করেছিলেন।

নিহত ওবায়দুর রহমান মুন্সি ইছাপাশা গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন তিনি।

নিহতের ভাই সিরাজুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওবায়দুরের সঙ্গে তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে বলে আমরা মনে করছি।’

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী সাবিনা বেগম ও পুত্রবধূ মাসকারা খাতুনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী স্বামীকে শিল দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া চলমান।’

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিআরইউ