ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস

ভোলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৩:৩২ পিএম
ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় তিন লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার লাদেশ কোস্টগার্ড বেইজ ভোলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার ভোররাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন ও র‍্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১০ এপ্রিল ২০২৫ তারিখে স্মারক নং ২৮৪ (১-৫) অনুযায়ী কোস্ট গার্ড দক্ষিণ জোনে রক্ষিত ২,৯৯,৯৮০ (দুই লাখ নিরানব্বই হাজার নয়শত আশি) পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা দেন।

প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভোলা শাখার সহকারী পরিচালক এবং অভিযানে অংশ নেওয়া র‍্যাব ও পুলিশের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচ