কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী–খড়িবাড়ী সড়কের নাওডাঙ্গা পুলেরপাড় সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন আহত হয়ে বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাউদপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাশেমবাজার এলাকার বাসিন্দা। তিনি উমর আলীর ছেলে এবং ফুলবাড়ী জোবেদা অটো রাইস মিলে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে সাইদুল ইসলাম মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের আগে একটি মোটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল, এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
ইএইচ