সোনারগাঁওয়ে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১২:৫৮ পিএম
সোনারগাঁওয়ে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ককটেল ফাটিয়ে মালামাল লুটের অভিযোগের পর এবার এক ব্যবসায়ীকে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেছেন বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূইয়া—এমন অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের তাজমহল ও পেরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী গোলজার হোসেন সোনারগাঁ থানায় দেওয়া লিখিত অভিযোগে বলেন, লোহার পাত কিনতে তিনি মাসাবো বাজারে গেলে আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১৫–২০ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাঁদের ঘিরে ফেলে। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতি দেখে তারা সেখান থেকে সরে যায়।

তবে ফেরার পথে পেরাবো এলাকায় গাড়ির গতি রোধ করে গোলজার হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হয় সন্ত্রাসীরা। চালকের বিচক্ষণতায় তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

ব্যবসায়ীর গাড়িচালক কামাল হোসেন বলেন, ‘স্যার দোকানে যাওয়ার পর কয়েকজন লোক এসে গাড়ির চারদিক ঘিরে ফেলে। পরে দোকানে গিয়ে স্যারকে গালাগাল করে। ফেরার পথে আবার গাড়ি থামিয়ে স্যারের মাথায় পিস্তল ঠেকায়। আমি চালকের আসনে দ্রুত প্রতিক্রিয়া না দেখালে বড় কিছু ঘটে যেত।’

ঘটনাস্থলে উপস্থিত একাধিক দোকানদার জানান, গোলজার হোসেন কাঠ ব্যবসায়ী আউয়াল হোসেনের দোকানে গেলে সন্ত্রাসীরা তাঁকে ঘিরে ধরে গালিগালাজ করে। স্থানীয়দের বাধায় তারা চলে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত আশরাফ ভূইয়া প্রথমে ঘটনাটি অস্বীকার করেন। তবে প্রশ্নের একপর্যায়ে তিনি বলেন, ‘ঘটনা যদি মাসাবোতে হয়ে থাকে, সে তাজমহলে গেল কেন?’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীর লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও লুটপাটের অভিযোগ রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরইউ