তাহিরপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

আবু জাহান তালুকদার, তাহিরপুর প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৬:৩৮ পিএম
তাহিরপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’—এই ভিশনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও বাজারে জামায়াতে ইসলামী চারাগাঁও ইউনিটের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামাল এবং সঞ্চালনায় ছিলেন তাহিরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি মনির আল-হোসাইন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মাওলানা খায়রুল বাসার এবং তাহিরপুর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য ডাঃ আব্দুল হেকিম।

এ সময় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব বিভাগ এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ