রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০৭:০০ পিএম
রূপগঞ্জে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

তিনি ঢাকা মহানগর দক্ষিণ মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সামাজিক সংগঠন রূপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি।

শুক্রবার মুড়াপাড়া ঐতিহাসিক শাহী মসজিদে জুমার নামাজ আদায়ের পর এই গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর তিনি মুড়াপাড়া, ভুলতা, গাউছিয়া, কাঞ্চন, তারাবো ও গোলাকান্দাইল নতুন বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর রূপগঞ্জ দক্ষিণ উপজেলার আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, উত্তর উপজেলার আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, পশ্চিম উপজেলার আমির মাওলানা ফারুক আহম্মেদ ও সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভুঁইয়াসহ শতাধিক নেতাকর্মী।

গণসংযোগের উদ্বোধনী বক্তব্যে আনোয়ার হোসেন মোল্লা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলের মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতি বজায় রেখে উন্নয়নমূলক কাজ করবে। আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করলেও দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণ জামায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে সবাইকে ইসলামের পথে আসার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “ছাত্র ও জনতা ৫ আগস্ট বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। ভবিষ্যতেও তারা ফ্যাসিবাদ রুখে দাঁড়াবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।”

ইএইচ