সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আওয়ামী লীগ একটি দুর্নীতিগ্রস্ত ও সহিংস রাজনীতির দল। তাদের অধিকাংশ নেতার হাতেই রক্ত লেগে আছে। যারা গুম, খুন, ব্যাংক ডাকাতি—এসব অপরাধে জড়িত। এমন একটি দলে সচেতনভাবে যোগদান করা উচিত নয়।”
শুক্রবার মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “পলিটিক্সে যোগ দেওয়া দোষের কিছু না। কিন্তু কোন পার্টিতে যোগ দিচ্ছেন, সেই দলের নৈতিক মানদণ্ড কতটুকু, তা গুরুত্বপূর্ণ। কেউ যদি জঙ্গিবাদী চরিত্রের দলে যোগ দেয়, সেটি অবশ্যই ভুল। সাকিব একজন জাতীয় আইকন ছিলেন। তার খেলা দেখে দেশের মানুষ ছেলেদের নাম রেখেছে। কিন্তু তিনি জেনে বুঝে আওয়ামী লীগে যোগ দিয়েছেন—এটা তার বড় ভুল। তিনি জানতেন ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন কীভাবে হয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে সারাদেশের মতো মাগুরাতেও আন্দোলন হয়েছে, যেখানে তিন-চারজন তরুণ নিহত হন। কিন্তু সাকিব কোনোদিন বলেননি—‘আমি দুঃখিত, আমার নির্বাচনী এলাকায় এমন ঘটনা ঘটেছে।’”
এর আগে শুক্রবার বেলা ১১টায় প্রেস সচিব আকস্মিকভাবে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন। তিনি সদর হাসপাতালের পুরাতন ভবনে স্থাপিত মেডিকেল কলেজের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের ফলাফল সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “রাজশাহী মেডিকেল কলেজের তুলনায় মাগুরা মেডিকেল কলেজের ফলাফল অনেক ভালো। আপাতত কলেজটি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সরকার মেডিকেল শিক্ষাকে সর্বোচ্চ মানে উন্নীত করতে চায়—জোড়াতালি দিয়ে নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করে।”
তিনি আরও বলেন, “প্রাইভেট হোক বা পাবলিক ফান্ডে, মাগুরা মেডিকেল কলেজ যাতে দেশের সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়, সেই লক্ষ্যে কাজ চলবে। এখান থেকেই যেন দেশের শ্রেষ্ঠ ডাক্তাররা বের হয়ে আসেন।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল হাসান এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ অন্যান্য কর্মকর্তারা।
ইএইচ