উত্তরের জেলা পঞ্চগড়ে চিকিৎসা খাতে বিদ্যমান বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেবীগঞ্জবাসী।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দেবীগঞ্জবাসীর ব্যানারে বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, দেবীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেল আহমেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমাদের পার্শ্ববর্তী জেলা রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে ইতোমধ্যেই মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। অথচ দেবীগঞ্জে গুরুতর অসুস্থ কোনো রোগী হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর কিংবা ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়, অনেক সময় পথেই মৃত্যুর ঘটনা ঘটে। আমরা আর এমন মৃত্যু দেখতে চাই না। চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থাপন করা হলে শুধু আমাদেরই নয়, প্রতিবেশী দেশ ভূটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরাও এখানে অধ্যয়ন করতে পারবে এবং উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই দেবীগঞ্জবাসীও বিশ্বমানের চিকিৎসা সেবা লাভ করুক। এজন্য এই দাবি এখন সময়ের প্রয়োজন।”
ইএইচ