যশোর জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক গোলাম রসূল বলেছেন, “জামায়াতে ইসলামী এখন একটি গণমানুষের দলে পরিণত হয়েছে। দেশের জনগণ চাঁদাবাজি, পেশিশক্তি ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। এজন্য আগামীতে তারা জামায়াতকে ক্ষমতায় দেখতে আগ্রহী। স্বচ্ছ রাজনীতির জন্য সাধারণ মানুষ আগামী নির্বাচনে জামায়াতকে ভোট দিতে চায়।”
তিনি এসব কথা বলেন পেশাজীবী পরিষদ যশোর আয়োজিত দায়িত্বশীল শিক্ষা শিবিরে।
শুক্রবার সকালে সার্কিট হাউসপাড়ার প্রাচ্যসংঘ ওবায়দুল বারী হলে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জি. এম. আবু ফয়সাল, গাউসুল আযম, মাওলানা সফিকুর রহমান, সৈয়দ শামসুল ইসলাম, ডা. শরিফুজ্জামান রঞ্জু, ইকবাল হোসেন, মাস্টার জাকির হোসেন প্রমুখ।
জেলা আমীর তার বক্তব্যে বলেন, “জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।”
শিক্ষা শিবিরে পেশাজীবী থানার ২৩টি ওয়ার্ডের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইএইচ