ঝিনাইদহের আ. রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

কেএম সালেহ, ঝিনাইদহ প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৬:২১ পিএম
ঝিনাইদহের আ. রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অবস্থিত আব্দুর রউফ ডিগ্রি কলেজের জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে কলেজের অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাও: হাবিবুর রহমান, পাগলা কানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ হোসেন তপন, সাধুহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, জামায়াতের ইউনিয়ন আমীর মাও. শহিদুল ইসলাম, ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি কামাল হোসেন। সভা পরিচালনা করেন সাধুহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. এম.এ মজিদ বলেন, “১৯৯৪ সালে তৎকালীন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান কলেজটি প্রতিষ্ঠা করেন। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও কেউ কখনও কলেজের শিক্ষার্থীদের নামাজের কথা ভাবেননি। কিন্তু মুন্সি কামাল আজাদ পান্নু সভাপতি হওয়ার পর তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের মানুষের কথা চিন্তা করে কলেজ ক্যাম্পাসে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে মসজিদ নির্মাণ হচ্ছে।” তিনি আরও বলেন, “মসজিদ নির্মাণই নয়, বিএনপি ক্ষমতায় এলে কলেজের উন্নয়নসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।”

আলোচনা শেষে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. এম.এ মজিদ কলেজের মসজিদের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। এ সময় দলমত নির্বিশেষে সকলেই তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ইএইচ