‘সবার জন্য শিক্ষা, সবার জন্য সমান অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর হালিশহরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চালু হয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘খোলা বই পাঠশালা’।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই পাঠশালা।
শুক্রবার নগরীর হালিশহর বিডিআর মাঠে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
‘খোলা বই পাঠশালা’র প্রতিষ্ঠাতা তানিয়া আক্তার জানান, সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের লেখাপড়ার খরচ বহনের পাশাপাশি তাদের বিনামূল্যে শিক্ষা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এছাড়া প্রতি সপ্তাহে অন্তত একদিন শিশু ও নিরক্ষর ব্যক্তিদের পাঠদান করা হবে।
তিনি আরও বলেন, নীরবে-নিভৃতে সুবিধাবঞ্চিত শিশু ও নিরক্ষরদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।
ইএইচ