ফু-ওয়াং ফুডস লিমিটেডে কোটি টাকা আত্মসাৎ: শ্রমিকদের মানববন্ধন

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০১:১৬ পিএম
ফু-ওয়াং ফুডস লিমিটেডে কোটি টাকা আত্মসাৎ: শ্রমিকদের মানববন্ধন

গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানার পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাৎ এবং শ্রমিকদের বেতন-বোনাস বন্ধের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার প্রধান ফটকের সামনে প্রায় হাজারখানেক শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির পরিচালক মিয়া মামুন দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি গত দুই মাসের বেতন ও সদ্যসমাপ্ত ঈদুল ফিতরের আগের বোনাসও এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা বলেন, “বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। উপরন্তু মালিকপক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে।”

তারা আরও জানান, শুধু বেতন-বোনাস নয়, কারখানায় দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে। সময়মতো ওভারটাইমের অর্থ পরিশোধ না করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ দ্রুত পরিশোধ, অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন বলেন, “কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমারও বেতন পরিশোধ করেনি। আমি তিন মাস আগে যোগ দিয়েছি, গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে।”

ইএইচ