সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:০৭ পিএম
সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন (৪০) নামের এক মাদককারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার রাত ১০টার দিকে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক হারুন উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের ফয়েজ আলীর ছেলে।

সখীপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুনকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে টাঙ্গাইল ডিবি দক্ষিণ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইএইচ