ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:১২ পিএম
ফুলবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ইসাহাক আলী (৭০), বড়ভিটা ইউনিয়নের ধনীরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান (৬৫), নওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ শাকিল (৩৫), একই ইউনিয়নের গজেরকুটি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ফুলবাড়ী থানায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১ এপ্রিল) আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ