ধামইরহাটে পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:৪৮ পিএম
ধামইরহাটে পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী এবং জুলাই-আগস্ট আন্দোলনের সাহসী সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি এমএম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবির, কলেজ ছাত্রদল নেতা মোরশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোস্তাকিম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বিপ্লব, আব্দুর রউফ, জেলা কলেজ ছাত্রদলের নেতা আলমগীর হোসেন সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাশেদ হাসান, কলেজ শিক্ষার্থী মোসা. নুসাইবা, আরিফা, সালমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা দেখতে চাই না।”

নেতাকর্মীরা আরও জানান, যদি দ্রুত বিচার না হয়, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ইএইচ