পাবনায় বিএনপির আইনশৃঙ্খলা সমন্বয়ক কমিটি গঠন

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৪:১৫ পিএম
পাবনায় বিএনপির আইনশৃঙ্খলা সমন্বয়ক কমিটি গঠন

পাবনায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয়ক কমিটি গঠিত হয়েছে।

রোববার দুপুরে পর  বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির হাবিবুর রহমান হাবিবকে প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে সমন্বয়ক করে দায়িত্ব দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্য যথাক্রমে- জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিপ, জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাহজাহান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোন নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলার অবনতি ও নেতিবাচক ঘটনা ঘটলে তা কেন্দ্রীয় বিএনপি বরাবর তথ্য পেশ করার জন্য জোর আহ্বান জানানো হয়।

ইএইচ