ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এন কে বি নয়ন, ফরিদপুর প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৪:১৯ পিএম
ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়ি এবং বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাত্র ১০ মিনিটের তাণ্ডবে উপজেলার পৌরসদরসহ অন্তত ৮-৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১১টার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে প্রবল বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে পৌরসদরের শ্রীরামপুর, মালিডাঙ্গা, মিঠাপুর, নওয়াপাড়া, হিদাডাঙ্গা, বুড়াইচ, বাকাইলসহ বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, গাছপালা এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়।

শ্রীরামপুর গ্রামের কাসেম সরদার বলেন, “হঠাৎ ঝড় শুরু হয়। প্রবল বাতাস ও বৃষ্টিতে ঘরবাড়ি ও গাছপালা উপড়ে পড়ে। আমার ঘরও ভেঙে গেছে।”

বাকাইল গ্রামের বিভাষ মণ্ডল বলেন, “ঝড়ে আমার দুই-তিনটি রেইনট্রি গাছ এবং একটি ঘর ভেঙে গেছে। ধান ও সবজির ক্ষেতেও ক্ষতি হয়েছে।”

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ জানান, “ঝড়ে আমার ওয়ার্ডের বেশ কয়েকটি বাড়িঘর, গাছপালা এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যাওয়ায় সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কাসেম সরদার, উজ্জ্বল হোসেন, বাশার শেখ, আতিয়ার রহমান, লাবু মিয়া ও আলমগীর হোসেনসহ বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আলফাডাঙ্গা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “গাছপালা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান ও সবজির সামান্য ক্ষতি হলেও ফসলের বড় কোনো ক্ষতি হয়নি।”

আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ফাহিম হোসাইন ইভান বলেন, “কালবৈশাখী ঝড়ে পৌরসদরসহ অন্তত ৭-৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে এবং গাছপালা লাইনের ওপর পড়ে গেছে। সকাল ১০টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। সংযোগ পুনঃস্থাপনে কাজ চলছে।”

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইএইচ