মাগুরায় মাংকিটুপি, হেলমেট ও মাস্ক পরে ঝটিকা মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে মাগুরা পিটিআই স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গণপূর্ত অফিসের সামনে গিয়ে শেষ হয়।
অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং অবৈধ ট্রাইবুনালে বিচার প্রহসন বন্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এই ঝটিকা মিছিলে সংগঠনের একাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মাংকিটুপি, হেলমেট ও মাস্ক পরে নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্রুত গতিতে মিছিল সম্পন্ন করেন।
ইএইচ