রাজারহাটে রোগাক্রান্ত সুরুজ মিঞার পাশে ইউএনও

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১২:০৭ পিএম
রাজারহাটে রোগাক্রান্ত সুরুজ মিঞার পাশে ইউএনও

কুড়িগ্রামের রাজারহাটে সহায়-সম্বলহীন, ঠিকানা বিহীন ও রোগাক্রান্ত অসহায় সুরুজ মিঞার পাশে দাঁড়িয়েছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান।

সুরুজ মিঞা (৫০) রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা। কয়েকদিন ধরে তিনি পরিবার নিয়ে রাজারহাট রেলওয়ে স্টেশন ভবনের ফ্লোরে মানবেতর জীবনযাপন করছেন।

তিস্তা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত এই পরিবারটি এখন চিকিৎসা খরচের সংকট ও মাথা গোঁজার ঠাঁই না থাকায় চরম দুর্ভোগে পড়েছে। সুরুজ মিঞার পেটে অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।

সম্প্রতি, রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. আল মিজান মাহিন তার ফেসবুক পেজে অসহায় এই পরিবারের ছবি ও ভিডিওসহ একটি মানবিক আবেদন পোস্ট করেন।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাজারহাট ইউএনও মো. আল ইমরান সরেজমিনে সুরুজ মিঞার পরিবারের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটির হাতে চাল, ডাল, তেল, কম্বল ও অন্যান্য শুকনো খাবার তুলে দেন।

এছাড়া, পরিবারটির জন্য সাময়িকভাবে বাসমা ফাউন্ডেশনে থাকার ব্যবস্থা করা হয় এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা করারও আশ্বাস প্রদান করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান এবং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম।

ইএইচ