তাহিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

তাহিরপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ১২:৩১ পিএম
তাহিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আবুল হাসেম।

এ সময় বাজারের সরকারি জায়গা দখল করে নির্মিত ৩০টির বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

জানা গেছে, বাদাঘাট বাজারে প্রায় দেড় হাজারের বেশি ছোট-বড় দোকান রয়েছে। এর মধ্যে একটি অংশ সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলে কিছু অসাধু ব্যবসায়ী। এতে বাজারে যান চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ আবুল হাসেম সাংবাদিকদের জানান, “বাজারের সরকারি জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলার বিষয়টি বণিক সমিতিকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়েই জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

তিনি আরও জানান, দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ইএইচ