নাগরপুরে অবৈধ মাটি কাটায় দায়ে সাড়ে চার মাসে ১০ লক্ষাধিক টাকা জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৪:৪১ পিএম
নাগরপুরে অবৈধ মাটি কাটায় দায়ে সাড়ে চার মাসে ১০ লক্ষাধিক টাকা জরিমানা

 টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ডিসেম্বর ২০২৪ থেকে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত সাড়ে চার মাসে অবৈধভাবে কৃষি জমি ও সরকারি খাস জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০ লাখ ৪১ হাজার ৯০০ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

একইসঙ্গে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর আওতায় এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

ইউএনও’র অফিস তথ্যমতে, মোবাইল কোর্টের মাধ্যমে ১,২২,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৯,১৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে জানা যায়, বিভিন্ন স্থানে কৃষি জমি ও সরকারি খাস জমি থেকে ট্রাক ও ডাম্পার দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে জব্দ করেছে বেশ কয়েকটি ট্রাক ও খননযন্ত্র। এছাড়াও নিয়মিতভাবে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজও চলমান রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও মাটি কাটা কোনোভাবেই পুরোপুরি বন্ধ হচ্ছে না। দিন-রাত গোপনে মাটি কাটা চলছে। প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, প্রশাসন অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সবসময় সোচ্চার। এদের সাথে কোনো আপস নেই। অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় আমরা নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারা অবৈধভাবে মাটি কাটবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

আরএস