শ্রীপুরে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৪:৪৩ পিএম
শ্রীপুরে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মাগুরার শ্রীপুরে  অগ্নিকাণ্ডে ময়না খাঁ (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মঙ্গলবার রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত ময়না খা উপজেলার বাগবাড়িয়া গ্রামের মৃত ইয়াসিন খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগবাড়িয়া গ্রামের ময়না খাঁ প্রায় ৬ বছর ধরে অসুস্থতার কারণে বিছানায় থাকতেন। তার ৬ কন্যা সন্তানের বিয়ে হওয়ায় তিনি তার স্ত্রীর সাথে  বসবাস করতেন। সোমবার সন্ধ্যার দিকে তার স্ত্রী গ্রামের একটি ঔষধের দোকানে ঔষধ কিনতে যান। এসময় বিড়ির আগুন বিছানায় ধরে তার শরীরের অধিকাংশ জায়গা ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরএস