মমেক হাসপাতালে দালাল উৎপাত, যৌথ অভিযানে ১৪ জনকে কারাদণ্ড

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৫:২৮ পিএম
মমেক হাসপাতালে দালাল উৎপাত, যৌথ  অভিযানে ১৪ জনকে কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালাল চক্রের উৎপাত বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নেতৃত্বে  অভিযান চালিয়েছে  র‌্যাব ১৪। এ সময় হাসপাতালের   জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, বর্হিবিভাগসহ ওয়ার্ডগুলোতে টানা ২ ঘণ্টা অভিযান চালিয়ে  ১৪ দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান চালায় র‌্যাব-১৪ এর একটি দল।  

এসময় আটককৃতদের দালাল হিসাবে প্রমাণ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম। এসময় সর্বনিম্ন ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি হাসপাতালে দালালদের উৎপাত বেড়েছে। এতে প্রতারণার মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হাসপাতাল থেকে রোগীদের বাইরের ক্লিনিকে নিয়ে সর্বস্ব লুটে নেওয়াসহ চিকিৎসার নামে হয়রানির ঘটনা ঘটছে। এসব কারণে গত কিছুদিন আগে হাসপাতালে দালাল চক্রের উৎপাত রোধে জেলা প্রশাসনের কাছে অভিযান চেয়ে লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করে।  

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক  করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরএস