বিশ্বখ্যাত জাপানি আম ‘মিয়াজাকি’, যার আরেক নাম ‘সূর্যডিম’— সেই আম এখন চাষ হচ্ছে যশোরের অভয়নগরে! দাম, স্বাদ ও সৌন্দর্যে অনন্য এই আম বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা।
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা গ্রামে, সরখোলা-মশিয়াহাটী সড়কের পাশে ‘দারুল আসাদ খামারবাড়ি’তে চাষ হয়েছে এই সুগন্ধি রঙিন আম।
খামারটির মালিক আসাদুর রহমান জানান, গত বছর ভারত থেকে আমদানি করা ৬৫টি চারা থেকে বর্তমানে ২৩টি গাছে আম ধরেছে। প্রতিটি আমের ওজন প্রায় এক কেজি পর্যন্ত হয়, আর বিক্রি হচ্ছে প্রতি কেজি এক হাজার টাকার বেশি দামে।
খামারের চারপাশে আছে মাছের ঘের ও গরুর খামার। তার মাঝখানে সারি করে লাগানো আমগাছে ঝুলছে চোখ ধাঁধানো লালচে রঙের সূর্যডিম আম।
আসাদুর রহমান বলেন, “পত্রিকায় পড়ে মিয়াজাকি আম সম্পর্কে আগ্রহী হই। ২০২৪ সালের জুলাইয়ে ভারত থেকে ৬৫টি চারা আনাই, প্রতিটি চারা আনতে খরচ হয়েছে ৪২০০ টাকা। এই মৌসুমেই প্রায় পাঁচ লাখ টাকার আম বিক্রির আশা করছি।”
স্বাদ-ঘ্রাণে সাধারণ আমের চেয়ে প্রায় ১৫% বেশি সমৃদ্ধ প্রতি আমের ওজন এক কেজির কাছাকাছি ঘন লাল-গোলাপি রঙের আকর্ষণীয় রূপ। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজির দাম কয়েক হাজার টাকা পর্যন্ত উঠে।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, “এই প্রথম যশোরে বাণিজ্যিকভাবে ‘সূর্যডিম’ আম চাষ শুরু হয়েছে। আমি নিজে খামার পরিদর্শন করেছি, ফলন ভালো হয়েছে। এ ধরনের উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেবে কৃষি বিভাগ।”
বিআরইউ