দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল আমার দেশ পাঠক মেলা, সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই এই মামলা করা হয়েছে।”
সভায় সভাপতিত্ব করেন বরিশাল আমার দেশ পাঠক মেলার জেলা আহ্বায়ক ডা. মিজানুর রহমান। বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, আমার দেশ পত্রিকার বরিশাল অফিসের রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, “বিগত সময়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে নানা মিথ্যা মামলার মতোই, এবারও সাংবাদিকদের স্বাধীনতা হরণ করতেই নতুন করে মামলা করা হয়েছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
মানববন্ধন শেষে বক্তারা মেঘনা গ্রুপের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিবিরপুকুর এলাকায় গিয়ে শেষ হয়।
বিআরইউ