বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৩:৩৭ পিএম
বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসিবোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে ময়না এলাকায় বোয়ালমারী-মোহাম্মদপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় তারা। প্রায় আড়াই ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। একইসঙ্গে শিক্ষার্থীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

দশম শ্রেণির শিক্ষার্থী সজীবসহ কয়েকজন জানান, “প্রধান শিক্ষক স্কুলে অনিয়মিত, পুরোনো ভবন ও গাছ বিক্রি করে আত্মসাৎ করেছেন। ক্লাসরুম না থাকায় মাঠে রোদে বসে ক্লাস করতে হচ্ছে। অথচ প্রধান শিক্ষক আমাদের প্রশ্ন করলে ধমক দেন।”

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ও বোয়ালমারী থানার ওসি তদন্ত মো. আল আমিন ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি শান্ত করেন এবং ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিআরইউ