নোয়াখালীতে টোল উত্তোলনকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতার ওপর হামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৩:৫৫ পিএম
নোয়াখালীতে টোল উত্তোলনকে কেন্দ্র করে সাবেক যুবদল নেতার ওপর হামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে বাজার ইজারাকে কেন্দ্র করে চাঁদা না পেয়ে নজরুল ইসলাম টিপু (৪৮) নামে এক সাবেক যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাদের বিরুদ্ধে।

নজরুল ইসলাম টিপু রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের পুত্র।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৮ এপ্রিল) বামনী বাজারের একটি রেস্তোরাঁয়। রোববার (২১ এপ্রিল) ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী টিপু।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—রামপুর ইউনিয়ন বিএনপির নেতা বেলায়েত হোসেন, খোকন হায়দার, বাদশা, মিলন, আবু নাছের, রাসেল, মমিন উল্যাহ রুবেল, মিষ্টার ও পারভেজ।

টিপুর অভিযোগ, চলতি বছরের ৩ মার্চ তিনি বামনী বাজার এক বছরের জন্য ইজারা নেন। এরপর বাজারের নিয়মিত টোল উত্তোলন করতে গেলে অভিযুক্তরা বাধা দেয়। পরদিন তিনি আবারও টোল তুলতে গেলে অতর্কিত হামলা চালিয়ে তাকে লাঠিপেটা করে গুরুতর আহত করে।

তিনি আরও দাবি করেন, অভিযুক্ত বেলায়েত হোসেন দলের জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না হওয়ায় তার উপস্থিতিতেই বাকিরা মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, “ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে। কে কার সঙ্গে মারামারি করেছে, সে বিষয়ে আমি জানি না।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, “বাজার ইজারা ও চাঁদাবাজির বিষয়গুলো তদন্তাধীন রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।”

বিআরইউ