অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি এবং আসন্ন নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কর্মচারীরা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে পিডিবিএফ কর্মচারী ইউনিয়ন, নেত্রকোণা আঞ্চলিক কমিটি। সংগঠনটি জাতীয়তাবাদী শ্রমিক দলের অঙ্গসংগঠন।
বিক্ষোভে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলার চুক্তিভিত্তিক ঋণ প্রদানকারী তপন চন্দ্র সরকার, দুর্গাপুরের ঋণ প্রদানকারী ইমরান, আটপাড়া উপজেলার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট খায়রুজ্জামান রফিক, জেলা কার্যালয়ের নৈশ প্রহরী ইব্রাহিম এবং বারহাট্টা উপজেলার মাঠ কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ করেও অনেক কর্মী এখনো অস্থায়ী। তাদের স্থায়ীকরণ না করে নিয়োগ পরীক্ষা আয়োজন পুরোপুরি অবিচার।’
তারা অবিলম্বে ২৬ এপ্রিলের নির্ধারিত নিয়োগ পরীক্ষা বাতিল এবং সকল অস্থায়ী কর্মীর চাকরি স্থায়ীকরণের জোর দাবি জানান।
বিআরইউ