ময়মনসিংহে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর জেলা শাখার কার্যালয়টি দীর্ঘদিন পর দখলমুক্ত হয়েছে।
বুধবার বিকালে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন আবুল মনসুর সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা।
সূত্র জানায়, চলতি বছরের ২০ মার্চ আইডিইবির ময়মনসিংহ জেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে মুস্তাফিজুর রহমান আহ্বায়ক ও মো. এমদাদুল হক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটির নেতৃত্বে জেলা শাখার ডিপ্লোমা প্রকৌশলীরা কার্যালয়ে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেন।
দলীয় কার্যালয় দখলমুক্ত করার পর আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বলেন, “বিগত সরকারের সময় প্রকৌশলীরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এতে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডেও প্রভাব পড়ে। এই কার্যালয়টি দীর্ঘদিন ব্যবহার করতে না পারায় আমরা কার্যক্রম চালাতে পারছিলাম না। এখন থেকে আমরা সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাব।”
সদস্য সচিব মো. এমদাদুল হক বলেন, “নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা সংগঠনকে সক্রিয় করে তুলতে চাই। দেশ ও জনগণের কল্যাণে আমাদের দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ইএইচ