সাতকানিয়ায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৩:৪২ পিএম
সাতকানিয়ায় কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় জনতা তাকে আটকের পর সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

মোহাম্মদ আলী সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত এমদাদ আলী ও খালেদা বেগমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে ফিরে আসার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং সুদের ব্যবসায় জড়িয়ে পড়েন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভিযোগে বলা হয়, তিনি তার ১৩ বছর বয়সী কন্যার ওপর শারীরিক নির্যাতন চালান।

গত ২২ এপ্রিল কন্যাকে সাতকানিয়ার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে কিছু প্রক্রিয়া সম্পন্ন করেন, যা থেকে ঘটনা প্রকাশ পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সালিশের আয়োজন করেন। সেখানে মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানা গেছে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় বৃহস্পতিবার ভোরে তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইএইচ