ডামুড্যায় জঙ্গি ও মাদকবিরোধী ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৪:১৩ পিএম
ডামুড্যায় জঙ্গি ও মাদকবিরোধী ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শরীয়তপুরের ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) দুপুরে ডামুড্যা থানায় এ কর্মসূচি পালন করা হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম সেবা)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. তানভীর হোসেন ( পিপিএম সেবা)। সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ/বিআরইউ