‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যমকর্মী, পাঠক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আবু মুসা বিশ্বাস।
এতে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক বাংলার প্রতিনিধি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সহসভাপতি এবং আরটিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম মনিরুজ্জামান, ক্রীড়া সম্পাদক ও সোনালী বার্তার প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ সংক্রান্ত রিপোর্ট ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত হলে, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদক মাহমুদুর রহমান ও তার সহকর্মীদের বিরুদ্ধে মামলা করেন।
তারা মাহমুদুর রহমানকে একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক হিসেবে অভিহিত করে বলেন, তিনি বহু বছর ধরে দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন এবং এরই মূল্য তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে দিতে হচ্ছে।
বক্তারা অবিলম্বে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
ইএইচ