হিজলায় জাটকা ও রেনু পোনা জব্দ

বরিশাল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৭:২৭ পিএম
হিজলায় জাটকা ও রেনু পোনা জব্দ

বরিশালের হিজলার মেঘনা নদীর ধুর খোলা এলাকায় মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১২০ কেজি জাটকা, ৬০০টি গলদা রেনু পোনা, ১৮টি রেনু পোনা রাখার পাতিল এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গলদা রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

ইএইচ