বরিশালের হিজলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৬ মন জাটকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পরিচালিত এ অভিযানে পাঙ্গাশ ধরার নিষিদ্ধ ফাঁদ ‘চাই’ জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানিয়েছেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি আরও জানান, জব্দকৃত জাটকা পরবর্তী সময়ে হিজলার বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে সহায়তা করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের হিজলা বাউশিয়া কেন্দ্রের সদস্যরা।
বিআরইউ