শাহজাহানের শারীরিক অবস্থা জানতে সাক্ষাৎ করলেন নোয়াখালীর ব্যবসায়ীরা

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৪:১৬ পিএম
শাহজাহানের শারীরিক অবস্থা জানতে সাক্ষাৎ করলেন নোয়াখালীর ব্যবসায়ীরা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর ঢাকাস্থ বাসভবনে সাক্ষাৎ করেছেন নোয়াখালীর কদমতলীর ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার বাড্ডার শাহজাদপুরে অবস্থিত মোহাম্মদ শাহজাহানের বাসায় যান ব্যবসায়ী প্রতিনিধি দল।

সম্প্রতি ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরে আসা শাহজাহানের সুস্থতা ও শারীরিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তারা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কদমতলী ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, সাংবাদিক ইমাম উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সোহাগ, মো. শামীম উদ্দিন, মো. তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর চিকিৎসার জন্য ব্যাংকক যান মোহাম্মদ শাহজাহান। সেখানে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ভাল্ভ প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং শিগগিরই নোয়াখালীসহ দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন।

ইএইচ