মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৪:২৮ পিএম
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্ম-কর্মসংস্থান প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে আল ইমাম ইসলামিক সেন্টারের নিজস্ব কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাউদ্দিন আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আহসান হাবিব ইমরুজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াহইয়া খান মারুফ, দৈনিক খবরপত্রের বার্তা সম্পাদক হারুন ইবনে শাহাদত, মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং আল ইমাম ইসলামিক সেন্টারের মুখপাত্র হারুন অর রশিদ প্রমুখ।

পরে অতিথিবৃন্দ ১২ জন নারী উদ্যোক্তার হাতে সেলাই মেশিন তুলে দেন।

ইএইচ